দিরাইয়ে মটর বাইকের চালকের কাছে,শিক্ষার্থীর যৌনহয়রানির অভিযোগে গ্রেফতার ১
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ষষ্ঠ শ্রেণীর এক কিশোরী শিক্ষার্থী কে (১২) যৌনহয়রানির অভিযোগে ২ সন্তানের জনক,এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ, বুধবার বিকেল ৫ ঘঠিকার দিকে দিরাই কর্ণাগাও গ্রাম থেকে তাকে আটক করা হয়, এই যুবকের নাম মুতাহিন মিয়া,তিনি কর্ণাগাও গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে, শিক্ষার্থীর পরিবার জানান,বুধবার বিকেল ৫ টার কিছু আগে কন্নাগাওয়ের বাজার হইতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মুতাহিন মিয়ার ভাড়া চালিত মটর সাইকেলে যাওয়ার পথে নির্জন স্ত্রানে মটর সাইকেল থামিয়ে কিশোরী কে যৌন হয়রানি করেন চালক মুতাহিন মিয়া,কিশোরীর চিৎকার শুনে স্ত্রানীয় লোকজন ঘঠনা স্তলে এসে অভিযুক্ত মুতাহিন কে আটক করেন,খবর পেয়ে কিশোরীর পিতা মাত ও মুতাহিন মিয়ার স্বজনরা ঘঠনা স্তলে যান,পরে মুতাহিন মিয়া কে পুলিশের কাছে সোপর্দন করেন,এ ব্যাপারে মটো ফনে জানতে চাইলে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ঘঠনা বিষয়টি সত্বতা নিশ্চিত করে বলেন,কিশোরীর যৌন হয়রানির মামলার দায়ের প্রক্রিয়াধীন কর্যক্রম চলছে।