ঈদ পরবর্তী বিকালে, ঈদ কৌশল বিনিময় করেন,দিরাই শাল্লা ২ আসনের মনোনয়ন প্রত্যাশী– আকুল মিয়া,,
দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়ন নিজ জন্মস্থান হাতিয়া গ্রামের আত্মীয় স্বজন মহল্লার মানুষের সাথে, ঈদের জামায়াত আদায় করেন,জার্মান বিএনপির সাবেক সভাপতি দিরাই শাল্লা ২ আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব আকুল মিয়া,, ঈদের পরবর্তী বিকালে কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও কৌশল বিনিময় করেন সাধারণ জনতার সাথে,, আকুল মিয়া বলেন আমি দীর্ঘ ১৬ বছর পর দলের নেতাকর্মীদের নির্দেশে মাঠে নেমেছি,এই ১৬ বছর নিজ দেশে আসতে পারিনি আমার উপর হাসিনা সরকারের বিভিন্ন মিথ্যা বানোয়াট ষড়যন্ত্র মুলক মামলা থাকায়,,এখন সময় এসেছে তাই সকলের কাছে ছুটে যাচ্ছি,, যদি দিরাই শাল্লার কেটে খাওয়া সাধারণ মানুষ আমাকে চায়,আর দল আমাকে আমার ত্যাগ নির্যাতনের মুল্য হিসাবে দিরাই শাল্লার দায়িত্ব দেয়, তাহলে আমি আমার দিরাই শাল্লা মানুষের জন্য কিছু করতে চাই,,আরোও বলেন এখন থেকে সব সময় আমি আমার দিরাই শাল্লা নির্বাচনী এলাকার জনগণের সাথে সুখ দুঃখের আনন্দ ভাগাভাগি করে নিবো,গণসংযোগে সকলের ভালবাসার বহিঃপ্রকাশ পেয়ে সত্যিই আমি আজ আনন্দিত,জনসংযোগে উপস্থিত ছিলেন,দিরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নবগঠিত উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মইন উদ্দিন চৌধুরী মাসুক,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কামরুল ইসলাম,ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার মিয়া,ইউনিয়ন বিএনপি নেতা বকুল মিয়া,বদির আহমদ দিরাই উপজেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক, মন্নান আহমেদ ইউনিয়ন বিএনপি নেত,ছাত্রদল নেতা রাজন আহমেদ, ছাত্রদল নেতা জিসান আহমেদ, ইনশাল্লাহ আগামীতেও এমন ভাবে সকলের দোয়া ও ভালবাসা নিয়ে দিরাই শাল্লা মানুষের জন্য কাজ করে যেতে চাই —