সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মার্চ) দিরাই পৌর শহরের আজমল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলপুর্ব আলোচনায়,সুপ্রিম কোর্টের আইনজীবী দিরাই শাল্লা ২ আসনে সংসদ পদপ্রার্থী শিশির মনি বলেন,আমি সেবক হতে এসেছি, ভোগবিলাস করতে নয়,আমাদের মতো যারা এসি রুমে বসে আছে তারাই বেশি বেশি দুর্নীতি করছে,শ্রমিক জনতার উদ্দেশ্যে বলেন শ্রমিকরা দিন আনে দিন খায় ওরা কখনো দুর্নীতি করে না,আমি অনেক সপ্ন নিয়ে এসেছি দিরাই শাল্লা কে নতুন রুপে রুপান্তিত করতে,দিরাই শাল্লার মানুষ হেসে হেসে জীবন জাপন করতে পারে,দিরাই শাল্লা প্রতিটি ঘরে ঘরে আমি মানুষের সুখে দুঃখের কথা শুনতেছি,, যদি আপনাদের ভালবাসায় আমাকে রাখেন ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের সেবা করতে চাই, প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বিচার প্রতি মিফতাহ উদ্দিন রুমি, বক্তব্যে বলেন দিরাই শাল্লা রাজনীতি অঙ্গনে কখনো একদলের মানুষ আরেক দলের সাথে বসে কখনো চা পর্যন্ত খায়না,আজও শিশির মনিরের উদ্দ্যাগে সবাই একসাথে বসে ইফতার করতেছে,সত্যি এটা দিরাই শাল্লা রাজনীতির মাঠে নজিরবিহীন হয়ে থাকবে,আরো বক্তব্য রাখেন,বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, দিরাই উপজেলা জামায়াতের আমির সহ বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দ, লাগাধার ২ দিন ইফতার মাহফিল হাজার হাজার মানুষের উপস্থিতি, দিরাই শাল্লা ২ আসনে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন শিশির মনির,,,
০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আমি ভোগবিলাস করতে আসিনি, শ্রমিক জনতার বন্ধু হয়ে কাজ করতে চাই, শিশির মনির –
-
derai 24 hours tv.প্রকাশক সম্পাদক,
- Update Time : ০৩:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- ২০ Time View
Tag :